ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) তিন দিনের সফরে দিল্লি যাওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল ড. এ কে আব্দুল মোমেনের। তার দিল্লিতে ইন্ডিয়ান ওশান সামিটে যোগ দিতে চেয়েছিলেন।

তবে শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল হয়েছে।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এখন নেদারল্যান্ডসের হেগে রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার (১৩ ডিসেম্বর) মাদ্রিদ যাচ্ছেন। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় অনুষ্ঠানেও অংশ নেয়ার ব্যস্ততা রয়েছে ড. মোমেনের। সব মিলিয়ে সফর বাতিল করেছেন তিনি।

ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর চলতি বছর ৭ ফেব্রুয়ারি প্রথম দিল্লি সফর করেন। এরপর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় দিল্লি সফরে যান ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
টিআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।