ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ে শান্তি চুক্তি হলেও বন্ধ হয়নি অবৈধ অস্ত্রের ঝনঝনানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
পাহাড়ে শান্তি চুক্তি হলেও বন্ধ হয়নি অবৈধ অস্ত্রের ঝনঝনানি

রাঙামাটি: পাহাড়ে শান্তি চুক্তি হলেও অবৈধ অস্ত্রের ঝনঝনানি এখনো বন্ধ হয়নি। শান্তি ফেরাতে হলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্টিয়ারিং কমিটির সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিমত ব্যক্ত করেন।

সংগঠনটির নেতারা আরও বলেন, সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, খুন, গুম ও চাঁদাবাজির অভিশাপ থেকে পার্বত্যবাসী এখনো মুক্তি পায়নি।

অশান্ত পাহাড়ের শান্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  বক্তৃতা করেন সংগঠনটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার, হবিবুর রহমান, আব্দুল কাইয়ুম, রূপ কুমার চাকমা, আলমগীর কবির প্রমূখ।  

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
কেএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।