ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সুন্দর দেশ গড়তে পরিচ্ছন্নতার যুদ্ধ শুরু করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
‘সুন্দর দেশ গড়তে পরিচ্ছন্নতার যুদ্ধ শুরু করতে হবে’

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পরিচ্ছন্নতার যুদ্ধ শুরু করতে হবে। তাহলেই একটি সুন্দর দেশ গড়ে উঠবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজয় ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ র্শীষক এক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পেইন আয়োজন করে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।

গণপূর্তমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অন্যায় অত্যাচার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের এ দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। যারা দেশের বিভিন্ন পর্যায়ে থেকে ঘুষ ও দুর্নীতি করছেন তারাও দেশের জন্য অপরিচ্ছন্ন ব্যক্তি, তাদেরও পরিষ্কার করতে হবে। এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবাইকে নতুন করে পরিচ্ছন্নতার যুদ্ধ শুরু করতে হবে। তাহলেই একটি সুন্দর দেশ গড়ে উঠবে। ’

ক্যাম্পেইনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ত্রিশ লাখ শহীদের বিনিময়ে এ দেশ পেয়েছি আমরা। দেশকে ভালোবেসেই তারা জীবন দিয়েছিলেন। আমরা দেশকে ভালোবেসে জীবন দিতে না পারলেও পরিচ্ছন্ন রাখতে পারি? যেখানে-সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে দেশকে পরিষ্কার রাখতে পারি।

এসময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, মুক্তিযোদ্ধা মো. গোলাম রসুল ভূঁইয়া, বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল আলম, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের শুভেচ্ছা দূত চিত্রনায়ক রিয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।