ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতির দায়ে কারাভোগী ব্যক্তিকে সরকার সহযোগিতা করবে না

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
দুর্নীতির দায়ে কারাভোগী ব্যক্তিকে সরকার সহযোগিতা করবে না

সাভার (ঢাকা): গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদণ্ড ভোগ করছেন। দুর্নীতির দায়ে কারাভোগী কোনো ব্যক্তিকে সরকার মুক্ত করতে সহযোগিতা করবে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ অনেক পুরোনো দল, অনেক চড়াই-উতরাই পার করে পাকিস্তানি সেনাদের মোকাবেলা করে আজকে এ পর্যন্ত এসেছে।

তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। তাদের হুমকি রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে মুক্ত করতে সাহায্য করবে না সরকার। তাছাড়া বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতির সম্মতিক্রমে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। খালেদা জিয়ার মামলার প্রতিপক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এ ক্ষেত্রে সরকারকে অভিযুক্ত করা একে বারে অযৌক্তিক। আর দুর্নীতির দায়ে খালেদা জিয়া ও ২১ আগস্ট গ্রেনেড হামলার দায়ে তার ছেলে তারেক জিয়ার সাজা হয়েছে।

তিনি আরও বলেন, স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়াতে সকল অবকাঠামো কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

এসময় ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।