ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক সংস্কারে নিম্নমানের কাজের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
সড়ক সংস্কারে নিম্নমানের কাজের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-তালশহর আঞ্চলিক সড়কের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার (১৩ ডিসেম্বর) রেলগেট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সামার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আশুগঞ্জ উপজেলার চর চারতলা ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আশুগঞ্জ-তালশহর সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ চলছে। এ নিয়ে প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিথ্যা মামলা দায়ের করে। আমরা এসব মামলায় ভয় পাইনা। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে ঠিকাদার দরপত্র অনুযায়ী কাজ না করলে এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ১৮ ডিসেম্বর রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে আশুগঞ্জ-তালশহর সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মোস্তাফা কামাল’ ও ‘লোকমান হোসেন জয়েন্ট ভেঞ্চার কনস্ট্রাকশন ফার্ম’র ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে আতিকুর রহমান সুমনকে মারপিট ও চাঁদা দাবির অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।