ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘ব্রহ্মপুত্র খননের মাধ্যমে নৌরুট সচল রাখা হবে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
‘ব্রহ্মপুত্র খননের মাধ্যমে নৌরুট সচল রাখা হবে’ 

কুড়িগ্রাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ব্রহ্মপুত্র নদ খননের মাধ্যমে নৌরুট সচল রাখা হবে। এর ফলে চিলমারী বন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। শুধু তাই নয়, চিলমারীর নৌবন্দরটি চালু হলে ব্যাপক কর্মসংস্থান হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চিলমারী উপজেলার রমনা এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, ৩০২ কোটি টাকা ব্যয়ে জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী উপজেলা নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার ও রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজগার আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় চার হাজার ৮০০ মিটার তীর সংরক্ষণ ও ৫২ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ রয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন মাস পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে ৩০২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।