ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বাড্ডায় ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় ফোম তৈরির একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পৌনে এক ঘণ্টা পর ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার একটি ফোম কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর মোহাম্মদ ফরহাদুল আলম জানান, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।