ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
রামুতে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

কক্সবাজার: কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা ২০১৯। শুক্রবার (১৩ ডিসেম্বর) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’৯৫ শিক্ষা ট্রাষ্ট ষষ্ঠবারের মতো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তির আয়োজন করে। আগামী ২৭ ডিসেম্বর বেলা আড়াইটায়  রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া কথা রয়েছে।

 
    
এবারের বৃত্তি পরীক্ষায় মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের রুমাইছা নূর বিনতে শরাফাত (প্রথম), বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের  আলিফা আবিবা মুমু (দ্বিতীয়) এবং একই স্কুলের মিনহাজুল আরাফাত (তৃতীয়) ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।  

এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ইফফাদ আফিফা তাসফিয়া (বাঁকখালী উচ্চ বিদ্যালয়), ফাতেমা কামাল মেহেরীন (মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল), মরজান আফসারী (রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়), সুমাইয়া আকতার (কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়), মরিয়ম আকতার (পানেরছড়া এইচ ডি মডেল হাইস্কুল), নাদিয়া আফরিন মারিয়া (সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়) রিয়া মনি আকতার (দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়) ও সাইফা মমতাজ সাথী (পালং আইডিয়াল ইনস্টিটিউট)।

সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রজন্ম’৯৫-এর উপদেষ্টা  বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বদিউল আলম পাভেল। এছাড়াও পর্যবেক্ষকদের মধ্যে থেকে নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম সরকারী কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম এবং কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আমিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল আমিন মোর্শেদ।  

অন্যান্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, প্রজন্ম’৯৫ বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুচ সাত্তার (বস), প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহবায়ক মোহাম্মদ নজিবুল আলম, সদস্য সচিব বেদারুল আলম, সদস্য ছালামত উল্লাহ, তপন বড়ুয়া, আপন বড়ুয়া, সাকিল উদ্দিন, মফিজ উল্লাহ, উছিংমং, বিপুল বড়ুয়া আব্বু, জিয়াউর রহমান সেলিম, রোকনুজ্জামান চৌধুরী, প্রণব চক্রবর্তী টুনাম, সরওয়ার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ২৭ ডিসেম্বর বেলা আড়াইটায়  রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ,ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন রামুর বিশিষ্ট শিক্ষাবিদ ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাধন কুমার দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাস্টার মো. আলম, রামু ডিগ্রি কলেজের বিজ্ঞান প্রদর্শক মো.মুজিবুল হক প্রমুখ।

এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।