ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিদেশি পিস্তলসহ ইউপি সদস্য আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
সাভারে বিদেশি পিস্তলসহ ইউপি সদস্য আটক

সাভার (ঢাকা): সাভারে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আবু তালেব (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।

তিনি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

র‌্যাব-৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউপি সদস্যকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ব্যাপারে রাতেই সাভার থানায় মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।