ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কমলনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরকাদিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামাল কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের আবদুস সোবহানের ছেলে।

স্থানীয়রা জানায়, কমলনগরের ফজুমিয়ারহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে চরবসু যাওয়ার পথে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলআরোহী ও অটোরিকশার যাত্রী কামালসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।