ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় ট্রাক্টর উল্টে চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
বাঘায় ট্রাক্টর উল্টে চালক নিহত

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে সুইট আহম্মেদ (২০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তেপুকুরিয়া ‘বাটা’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। সুইট উপজেলার খায়ের হাট গ্রামের আবু হানিফের ছেলে।

 

বাঘা থানার পরিদর্শক আতিকুর রেজা বাংলানিউজকে জানান, বিকেলে ট্রাক্টরটি মাটিবোঝাই করে তেপুকুরিয়া ‘বাটা’ ইটভাটায় যায়। সেখানে মাটি নামিয়ে ফিরছিলেন সুইট। এসময় তিনি ট্রাক্টরটি বিপরীত দিকে ঘোরানোর সময় উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।