ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নিয়ামতপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চোরাপাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই উপজেলার জাকির হোসেন (২৬) এবং চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রনি (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে চোরাপাড়া এলাকা থেকে মাদকবিক্রেতা জাকির ও রনিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮০০ পিস ইয়াবা। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।