ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বঙ্গজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রবিউল। এসময় চুয়াডাঙ্গার দিকে যাওয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।