ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ট্রাক্টরের লাঙলের ফলা কাড়লো কিশোরের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
দাউদকান্দিতে ট্রাক্টরের লাঙলের ফলা কাড়লো কিশোরের প্রাণ

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক্টরের লাঙলের লোহার ফলায় পেঁচিয়ে তাওহীদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ দুঘর্টনা ঘটে। তাওহীদ উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের গ্রামের মো. বারেক খানের ছেলে।

নিহত তাওহিদের বড়বোন নাছরিন আক্তার বাংলানিউজকে জানান, সকালে পাশের দেওয়ান বাড়ির মতিন মিয়ার ছেলে ট্রাক্টর চালক জালাল দেওয়ান তাওহীদকে ডেকে নেয়। একটু পর এসে তাওহীদ লাঙলে পেঁচিয়ে গেছে জানিয়ে পালিয়ে যায় জালাল।

প্রত্যক্ষদর্শী ষাটোর্ধ আব্দুর রহমান খান জানান, তিনি পাশের জমিতে কাজ করছিলেন। ট্রাক্টর মালিক আলম তাকে ডেকে নেন। এরপর লাঙলের ফলায় পেঁচানো মৃত অবস্থায় তাওহীদকে উদ্ধার করেন।

নিহত তাওহীদের মা মাকছুদা বেগম জানান, চার মেয়ের পর কোনো ছেলে না থাকায় আত্মীয়ের কাছ থেকে তিনদিনের তাওহীদকে এনে অভাবের সংসারে বড় করেছি। তিন হাজার টাকার বিনিময়ে জালাল (চালক) তার ছেলেকে ট্রাক্টর চালানো শিখাবে বলে নিয়ে যায়। এখন আমার সবশেষ হয়ে গেলো।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, তওহীদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।