ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি মামলা পরিচালনা কার্যক্রম পরিবীক্ষণে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
সরকারি মামলা পরিচালনা কার্যক্রম পরিবীক্ষণে কমিটি

ঢাকা: উচ্চ আদালতে চলমান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনা কার্যক্রম পরিবীক্ষণের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে গত ১১ ডিসেম্বর আদেশ জারি করেছে সরকার।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অ্যাটর্নি জেনারেল, জননিরাপত্তা সচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থসচিব, ভূমিসচিব, আইনসচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব, সলিসিটর উইংয়ের সলিসিটর।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সরকারি স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলা চিহ্নিতকরণ ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ; মামলা নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অ্যাটর্নি জেনারেলের অফিস ও সলিসিটর উইং এবং আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধন; জনগুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বাধা চিহ্নিতকরণ ও দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; সরকার অথবা কমিটি কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে।

কমিটির সভা প্রতি তিন মাসে একবার অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।