ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যাচ্ছিলেন ছেলের বাইকে, বাসের ধাক্কায় মা হারালেন প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
যাচ্ছিলেন ছেলের বাইকে, বাসের ধাক্কায় মা হারালেন প্রাণ

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় সখিনা বেগম (৬৫) নামে এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও চালক শাহ-আলম আটক করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার কারওয়ান বাজার-বিমানবন্দরগামী সড়কে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাংলানিউজকে জানান, ছেলের মোটরসাইকেলে চড়ে খামারবাড়ির দিকে (ছেলের অফিসের দিকে) যাচ্ছিলেন মা সখিনা বেগম।

ফার্মগেট এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের (৩ নম্বর) একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সখিনা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিস্ট হয়ে মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের ছেলের নাম শামীম আহমেদ। তিনি সহকারী উপকৃষি কর্মকর্তা। চাকরি করেন খামারবাড়ি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তারা কারওয়ান বাজার এলাকা থেকে খামারবাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকায় তাদের বাসা বসুন্ধরা সিটির পেছনে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।