ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে কাল্লু গাইন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কাল্লুর দুই সহকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কাল্লু বরিশালের টেটলা গ্রামের কেশব গাইনের ছেলে।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

আটক দু’জন হলেন- সবুজ গাইন ও স্বপন মিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে নারী সংক্রান্ত কোনো ঘটনা অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সাইদুল।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।