ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সেনাপ্রধানের মিয়ানমার সফরে নতুন যোগাযোগ চ্যানেল খুলবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
‘সেনাপ্রধানের মিয়ানমার সফরে নতুন যোগাযোগ চ্যানেল খুলবে’

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের মিয়ানমার সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে যোগাযোগের নতুন চ্যানেল খুলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ধরনের যোগাযোগ খুব ভালো ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালত যখন মিয়ানমারের সেনাদের অভিযুক্ত করছে, ঠিক তখন মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর সফর হলো।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সফর অনেক আগে থেকে নির্ধারিত হয়। মিয়ানমারে সেনাপ্রধানের সফরের মধ্য দিয়ে যোগাযোগের নতুন চ্যানেল খুলবে।

ড. মোমেন বলেন, মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর বিশেষ প্রভাব রয়েছে। সে কারণে আমাদের সেনাপ্রধানের সফরের মধ্য দিয়ে ইতিবাচক প্রভাব তৈরি হবে।

‘আমাদের মনে রাখতে হবে মিয়ানমার আমাদের কোনো শত্রু দেশ নয়। মিয়ানমার আমাদের বন্ধুপ্রতীম দেশ। ’

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, নেদারল্যান্ডসের আদালতে বিচারের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৮-১১ ডিসেম্বর মিয়ানমার সফর করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।