ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ওএমএসের চাল-আটা মজুদ, দুইজনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ওএমএসের চাল-আটা মজুদ, দুইজনের দণ্ড

ঢাকা: রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের জন্য মজুদ করা ৫২ টন ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল-আটা জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুইজনকে ছয় মাসের কারাদণ্ডসহ মূল অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম জানান, খোলা বাজারে (ওএমএস) বিক্রির চাল-আটা কালোবাজারির মাধ্যমে গুদামজাত করছিল একটি চক্র। চক্রটি অধিক মুনাফার জন্য এসব চাল-আটা গুদামজাত করে পরবর্তিতে উচ্চমূল্যে বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জুরাইন এলাকায় অভিযান চালিয়ে গুদামজাত করা ৫২ টন চাল-আটা জব্দ করা হয়েছে।

অভিযানের সময় গুদামজাতের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে ছয়মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।