ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে লাঠিখেলার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ঈশ্বরদীতে লাঠিখেলার উদ্বোধন খেলায় ব্যস্ত লাঠিয়ালরা। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী, (পাবনা): বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে দু’দিনব্যাপী লাঠিখেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

মনোমুগ্ধকর এ খেলা উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমে উপজেলা মাঠজুড়ে।

খেলায় অংশ নিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লাঠিয়াল দলের সদস্যরা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান, আতিয়া ফেরদৌস কাঁকলী, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মুস্তফা চান্না মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।