ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালিকা অনুযায়ী রাজাকারদের বিচার করা হবে: এনামুর রহমান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
তালিকা অনুযায়ী রাজাকারদের বিচার করা হবে: এনামুর রহমান বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, তালিকা অনুযায়ী সব রাজাকারদের বিচার করা হবে। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। কোনো রাজাকার, অলশামস, আলবদর ছাড় পাবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় ড. এনামুর রহমান বলেন, সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত বাকি আসামিদেরও বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।