ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় গাঁজাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
কসবায় গাঁজাসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নয় কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তিনলাখপীর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- সেলিনা (২৮), , আঁখি (৪৮), শিরিনা (৩৫) ও কামাল (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুমিল্লা-সিলেটের মহাসড়কের পাশের তিনলাখপীর এলাকা থেকে তিন চারজনকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে নয় কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটক চারজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।