ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার সব উন্নয়ন কাজের দাবিদার জনগণ: এফ রহমান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
শেখ হাসিনার সব উন্নয়ন কাজের দাবিদার জনগণ: এফ রহমান বক্তব্য রাখছেন সালমান ফজলুর রহমান। ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): দোহার- নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়ন কাজের দাবিদার জনগণ। শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করলে ২০২১ সালের মধ্যে দেশ আরও উন্নয়নশীল রাস্ট্র  হিসেবে পরিচিতি লাভ করবে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফ রহমান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নের মডেল হিসেবে পরিচিত হয়ে গেছে।


এর আগে এমপি উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক আবু, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি মমতাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, ঢাকা জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য, সাবেক যুবলীগ নেতা মাহবুবুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।