ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান গাজী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার চরবলেশ্বর গ্রামের নিজ বাড়ির বাগানের একটি চম্বল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ইমরান গাজী বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মনির গাজীর ছেলে।

সে কলারন চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।  

ইমরানের বাবা মনির গাজী বলেন, ইমরান গত রোববার সন্ধ্যার পরে মোবাইল ফোনে ছবি দেখছিল। এ নিয়ে আমি রাগ করলে সে রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে তাকে অনেক খোঁজাখুজি করে কোথাও পাইনি। সকাল ১০টার দিকে ঘরের পেছনের একটি চম্বল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই৤  
 
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে তার বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।