ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকলে যাচাই করা হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকলে যাচাই করা হবে

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকলে যাচাই করে দেখা হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা তৈরি করেছে সেটা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় যদি একজন মুক্তিযোদ্ধার নাম আসে সেটা পাক বাহিনীর ভুল।

আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি।

রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন। এছাড়া প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকাও প্রকাশ করেন তিনি।  

তালিকা প্রকাশের পরদিন সোমবার (১৬ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত ও ভাতাপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধার নাম এ তালিকায় রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে পরিচিত অনেকের নামও তালিকায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।