ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়বে তরুণরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়বে তরুণরা 

ঢাকা: ‘মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও উন্নত দেশ গড়বে তরুণ প্রজন্ম। যোগ্য নাগরিক হিসেবে তারাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পথ দেখাবে। নাগরিক হিসেবে আমাদের দায়বোধ আছে। প্রিয় মাতৃভূমিকে নিয়ে ভাবতে হবে। দেশ কতটুকু এগিয়েছে কিংবা পিছিয়েছে, তা না দেখে কে কতটুকু করলাম, তা ভেবে দেখা দরকার। তরুণরাই পারবে সমাজ পাল্টে দিতে।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ কথা বলেন।

এদিন জামালপুর শহরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

তারা হলেন- মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এবং আ. রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা আজ যে বিজয় দিবসে উচ্ছ্বাস প্রকাশ করি তার মূল্য অসমান্য ও অনেক তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধুর ডাকে নানা শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ প্রাণের তাজা রক্ত উৎসর্গ করতে হয়েছে। দেশের প্রতি সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমেই শহীদদের রক্তের মূল্য দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয়ের এই রক্তের মূল্য এবং সম্মান তোমাদের রক্ষা করতে হবে। তোমরা অনেক বড় হয়ে দেশ-বিদেশে নেতৃত্ব দেবে। দেশের সম্মান বয়ে আনবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

উপাচার্য বলেন, স্বাধীনতার ৪৮ বছরে আমাদের অর্জন কম নয়। দেশ এগিয়ে চলেছে। দেশের চলমান এ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রেজ্জাক, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদ্যুৎ পাল।

অনুষ্ঠানের শুরুতে একাত্তরের বীরসেনাদের উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এরপর তাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের রণাঙ্গনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধারা।

এর আগে, সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা বের করেন বিজয় র‌্যালি।  

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।