ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা ফ্যান কারখানা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্র‌মিক নিহত হওয়ায় ঘটনায় মামলা হয়েছে।

কারখানার অ‌গ্নিকা‌ণ্ডে নিহত শ্রমিক রাশেদুল ইসলামের বাবা কামাল হোসেন বাদী হয়ে ‌সোমবার (১৬ ডি‌সেম্বর) রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শ্র‌মিক নিহত হন।

এ ঘটনায় কারখানার পাঁচ জন মালিকের নাম উল্লেখ করে প্রাণহানির অভিযোগে এক‌টি মামলা‌ দা‌য়ের করা হ‌য়ে‌ছে। এছাড়াও মামলায় ওই কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও প্রোডাকশন ম্যানেজারকে (পিএম) আসামি করা হয়েছে। ওই কারখানায় অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় নিহত শ্রমিক রাশেদুলের বাবা কামাল হোসেন মামলা‌টি দা‌য়ের ক‌রে।

জয়‌দেবপুর থানা সূত্রে জানা গে‌ছে, মামলার আসামিরা হলেন- লাক্সারি ফ্যান কারখানার মালিক জাহিদ হাসান ঢালী (৪২), খোরশেদ আলম (৪৩), নাসির (৫২), জহিরুল ইসলাম (৫৫) ও শামীম ঢালী (৩৬) এবং কারখানার জিএম ও পিএম। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০৪(ক)/৩৩৮/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত,  গত রোববার (১৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলায় কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।