ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বেগমগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নেতৃত্বে খালিশপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

ইকবাল হোসেন ওই বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সহযোগিতায় খালিশপুর গ্রামের ইউপি মেম্বর ইকবালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।