ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আত্রাইয়ে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত জালাল খন্দকার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলা বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।



আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালাল খন্দকার দুপুরে আত্রাই থেকে রাণীনগর যাওয়ার পথে উপজেলার মিরাপুর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয় এবং অপর একজন আরোহী আহত হন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাক্টরটি রেখে পালিয়ে চলে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।