ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
রাজবাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গান্দিমারা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন কুষ্টিয়ার কুমারখালী জেলার মাজগ্রামের বাসিন্দা ফরমান মন্ডল (৬০)।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহন ও কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল পরিবহন আরিফ এক্সক্লুসিভের বাস দুটি রাজবাড়ী কুষ্টিয়া সড়কের গান্দিমারা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।