ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে বাসচাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বেগমগঞ্জে বাসচাপায় কিশোরের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বাস চাপায় সাইমুন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত সাইমুন উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের কাজী বাড়ির বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যমুনা ক্লাসিকের একটি দ্রুতগতির যাত্রীবাস নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার মোহরম বাড়ির সামনে রাস্তা পারাপার হওয়ার সময় সাইমুনকে চাপা দেয়।  এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।