ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গাছের ডালচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
গোপালগঞ্জে গাছের ডালচাপায় শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের ডালচাপায় শ্রমিক কবির মৃধার (৩০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক কবির মৃধা মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের মৃত লায়েক মৃধার ছেলে।

মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দক্ষিণ কাশালিয়া গ্রামের আবু নোমান তার একটি গাছ ব্যবসায়ী আব্দুল্লাহ মিনারের কাছে বিক্রি করেন। গাছটি কয়েকজন শ্রমিক কাটা শুরু করেন। গাছটি কাটার পর অপর একটি গাছের ওপর পড়ে। তখন ওই গাছে ডাল ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিক কবির মৃধা ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।