ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে লাইনের স্লিপার ভেঙে আটকা পড়েছে ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
তেজগাঁওয়ে লাইনের স্লিপার ভেঙে আটকা পড়েছে ট্রেন ফাইল ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি গেট সংলগ্ন রেললাইন ভেঙে গেছে। এতে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের স্লিপার ভেঙে পড়ে বলে জানা গেছে।

শহিদুল ইসলাম স্বাক্ষর নামে একজন ভুক্তভোগী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী তিনি।

ট্রেনটি ঠিক সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও তেজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটি থেমে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর জানতে পারেন, এফডিসি গেটে লাইনের স্লিপার ভেঙে গেছে। তাই লাইন মেরামতের আগে ট্রেনটি আর যাবে না।

রাত সাড়ে ১১টার দিকে তিনি বলেন, দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষার পর আমি তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হই। এভাবে সব যাত্রীরা নিজের মতো করে নেমে যাচ্ছেন। এ সময়ের মধ্যে আমি রেলওয়ে সেবার হেল্পলাইনে কয়েকবার কল দিলেও তা রিসিভ করা হয়নি।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মির্জা বাংলানিউজকে বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

লাইন মেরামতের বিষয়টি যেহেতু রেলওয়ে বিভাগের, সেহেতু তারা বর্তমান অবস্থা সম্পর্কে ভালো বলতে পারবেন বলে জানান এসআই মির্জা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।