ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন কারেন জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্নারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ছবি, স্বাধীনতা সংগ্রামের তথ্যমূলক বই এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।