ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুর বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
শ্বশুর বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় শ্বশুর বাড়ি সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের একটি ধানক্ষেত সংলগ্ন আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করা হয়।

মাসুম বিল্লাহ রাজু (২৪) ঝালকাঠি সদর উপজেলার লেশ প্রতাপ গ্রামের মো. ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সর্ম্পকের সূত্রে ধরে দুই বছর আগে নলছিটি উপজেলার বৈশাখিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে মনি আক্তারের সাথে রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিলো না। সবশেষ গত দুইদিন আগে অভিমান করে মনি বাবার বাড়ি চলে যায়। স্ত্রীর অভিমান ভাঙাতে মঙ্গলবার শ্বশুর বাড়িতে যায় রাজু।

মৃত রাজুর বোন ইয়াসমিন আক্তারের দাবী তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ভাই হত্যার বিচার দাবী করেন তিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।