ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সেই বড়বাবুর বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সেই বড়বাবুর বদলি রফিকুল ইসলাম।

লালমনিরহাট: অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অফিস সহকারী (বড়বাবু) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী।  

জানা যায়, গত ৯ডিসেম্বর রংপুর বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মোস্তফা খালেদ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী রফিকুলকে বর্তমান কর্মস্থল থেকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত কর্মদিবসের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যোগদানের নির্দেশ দেন।

অষ্টম কর্মদিবসে নতুন কর্মস্থলে স্বাভাবিকভাবে যোগদান হিসেবে গণ্য হবে। সেই আদেশটি গোপন করে বদলি ঠেকানোর অপচেষ্টা করে বীরদর্পে নিজ কার্যালয়েই চালাচ্ছেন কার্যক্রম।  

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০১৯-২০ অর্থ বছরের রোগীর পথ্য, স্টেশনারি ও ধুপী কাজে ঠিকাদার নিয়োগ করতে দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। দরপত্র অনুযায়ী গত ১৯ আগস্ট শেষ সময় পর্যন্ত তিনটি গ্রুপে ২০টি দরপত্র বিক্রি হয়। ২০ আগস্ট ১৩টি দরপত্র দাখিল  হলে পরদিন দরপত্র যাচাই বাচাই কমিটি চারটি দরপত্র বাতিল করে নয়টিকে বৈধতা দেন। পরে অফিস আদেশ না দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৌখিক আদেশ দিয়ে পুরাতন ঠিকাদারকে স্বাস্থ্য কমপ্লেক্সে  পথ্য সরবরাহ করতে নিষেধ করে নতুন ঠিকাদার আব্দুর রাজ্জাক লেবুকে পথ্য সরবরাহ করতে মৌখিক নির্দেশ দেন হাসপাতালের প্রধান অফিস সহকারী রফিকুল। অফিস আদেশ ছাড়া নিজের ইচ্ছায় ক্ষমতার অপব্যবহার করে  ঠিকাদার নিয়োগ করায় ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় ঠিকাদাররা।

এ ঘটনায় বিচার চেয়ে তিনজন ঠিকাদার লিখিত অভিযোগ দায়ের করলে সিভিল সার্জন গত ২৪ সেপ্টেম্বর অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই সঙ্গে পুরাতন ঠিকাদারইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পত্র দেওয়া হয়। এ ঘটনায় বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ওই প্রধান অফিস সহকারী রফিকুলের বিরুদ্ধে হাসপাতাল চত্বরের কয়েক লাখ টাকার গাছের ডাল কেটে আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তদন্ত শেষে কমিটির দাখিল করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রফিকুলকে কর্তৃপক্ষ শাস্তিমূলক বদলির আদেশ দেন বলে স্থানীয় ও অফিসের একাধিক সূত্র দাবি করেছেন।  
বদলির আদেশ ৯ ডিসেম্বর স্বাক্ষরিত হলেও পত্র গোপন করে বদলি ঠেকাতে বেশ দৌড় ঝাঁপ শুরু করেন রফিকুল।  

৯ ডিসেম্বর থেকে ৮ কর্মদিবস বুধবার (১৮ ডিসেম্বর) নতুন কর্মস্থলে স্বাভাবিকভাবে যোগদানের নির্দেশটিও অমান্য করে ১৮ ডিসেম্বর বীরদর্পে আদিতমারীতে অফিস করছেন প্রধান অফিস সহকারী রফিকুল ।
 
এ বিষয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাশেম আলী বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করা চাকরিবিধি মতে অপরাধ। যেহেতু তার বদলি হয়েছে তাই দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করা উচিত। এরপরও কেন তিনি আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। সেটা জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

** আদিতমারী হাসপাতালে দরপত্রে অনিয়ম তদন্তে কমিটি

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।