ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে উপজেলার শসার বাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ আরও দুই যাত্রী মারা যায়।

নিহতরা সবাই মধ্যবয়স্ক পুরুষ। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।