ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে ২২ দেশের ৪২ প্রতিনিধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে ২২ দেশের ৪২ প্রতিনিধি

বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ২২ দেশে ৪২ জন লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তারা দুটি বাসে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন। ঘণ্টা খানেক ষাটগম্বুজ মসজিদের বিভিন্ন নিদর্শন দেখার পরে সুন্দরবন পরিদর্শনে রওনা দেন বিদেশি এই প্রতিনিধি দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপনের প্রাক্কালে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বর্হিবিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

এর আগে, বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে জার্মানের উরস আনকাউফ, বারলিনের তমাস চিলিবেক, ব্রাজিলের জর্জ কারলোস, ইন্ডিয়ার মেহেন্দ্রা ভেদ, অসিম কামাল, নেপালের সামা থাপা, অমেরেন্দ্রাকুমার জাদব, নেদারল্যান্ডস, মালদ্বিপ, নাইজেরিয়াসহ ২২টি দেশের ৪২ জন লেখক, সাহিত্যক ও গণমাধ্যম কর্মীরা রয়েছেন।

ষাটগম্বুজ পরিদর্শনের সময় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদের পক্ষে ফিলিপাইনেরে ড. সুনিতামুখী বলেন, বাংলাদেশ অনেক সুন্দর জায়গা। এখানে ঐতিহ্যবাহী কয়েকটি স্থাপনা রয়েছে। ষাটগম্বুজ মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। এটা দেখে আমাদের ভাল লেগেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।