ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে অসহায় শিশুদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
শিবচরে অসহায় শিশুদের মধ্যে কম্বল বিতরণ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছে ‘আশ্রয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল ও ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন এলাকায় অবস্থিত পাঁচটি এতিমখানা ও মাদ্রাসার ১০০ শিশুর হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শিবচর উপজেলার উৎরাইল নয়াবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, একঝাঁক তরুণদের নিয়ে গড়ে তোলা হয়েছে ‘আশ্রয়’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

গত তিন বছর ধরে সংগঠনটি সুবিধাবঞ্চিতদের বিভিন্ন অনুদান দিয়ে আসছে। সংগঠনটির সদস্যসহ বিভিন্ন জনের আর্থিক অনুদানেই এ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ফররুখ হাওলাদার বাংলানিউজকে বলেন, আমাদের সদস্যরা তাদের সামর্থ অনুযায়ী দান করে থাকেন। দানের সেই অর্থ দিয়েই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।