ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সিংড়ায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ট্রাকচাপায় আব্দুল হাকিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাকিম একই উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দুপুরে হাকিম ভ্যানে করে সিংড়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম এলাকায় এলে ভ্যান গাড়িটি হঠাৎ রাস্তায় ভেঙে পড়ে। এসময় ভ্যানচালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এ অবস্থায় একটি দ্রতগতির ট্রাকচাপায় যাত্রী হাকিম ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।