ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

৬০ কোটি টাকা সম্পর্কে কিছু জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
৬০ কোটি টাকা সম্পর্কে কিছু জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি টাকা ব্যয় সম্পর্কে অবগত নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সেখানে প্রায় ১০০ সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি রাজাকারের তালিকা তৈরির ব্যয় সম্পর্কে কোনকিছু বলেননি। কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করেছে। যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এধরনের অসত্য সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠ সবাইকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর দৃষ্টি গোচর হয়েছে। তিনি জানিয়েছেন, এ তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা চাওয়া হয়নি। এ কাজে একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য। এ ধরনে অসত্য সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষকে সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেস্বর ১৯, ২০১৯ 
জিসিজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।