ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ভাঙ্গায় মাদকসহ আটক ৩

মাদারীপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।

আটকরা হলেন- ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের হারুন সরদার (৩০), একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার শাহীন মাতুব্বর এবং মাদারীপুরের শিবচর উপজেলার খাড়াকান্দি এলাকার খোকন আকন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের উথুলী গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, সাড়ে নয় হাজার টাকা, চারটি মোবাইলফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। আটক তিনজনের নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।