ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে ‘মুরগি’ ধরতে গিয়ে দুই দালাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
হাসপাতালে ‘মুরগি’ ধরতে গিয়ে দুই দালাল আটক আটক আব্দুল কাইয়ুম ও মিজানুর রহমান। ছবি: বাংলানিউজ

সিলেট: দালালদের ভাষায় রোগী ও তার স্বজনরা হচ্ছেন ‘মুরগি’। একবার ধরতে পারলেই পকেট গরম! সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সেভাবে ‘মুরগি’ ধরতে গিয়ে আটক হয়েছেন দুই দালাল।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাসপাতাল থেকে এ দুই দালালকে আটক করে পুলিশ। তারা হলেন- সিলেট সদরের কোনাটিলার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩)।

হাসপাতাল সূত্র জানায়, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালদের বিচরণ নতুন নয়। দিনের চেয়ে রাতের আধারে তাদের আনাগোনা বেড়ে যায় কয়েকগুণ। ফলে দালালদের হাতে প্রতিদিনই কোনো না কোনো রোগী বা তাদের স্বজন প্রতারিত হচ্ছেন।

অভিযোগ রয়েছে, নির্দিষ্ট ফার্মেসি থেকে চড়া দামে ওষুধ কিনে দিয়ে টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ দালালচক্র। হাসপাতাল করিডোরে ঘোরাফেরা করলেও তাদের না ধরার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীর স্বজনদের টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই দালালকে আটক করা হয়।

ওসমানী হাসপাতালকে দালাল ও প্রতারকমুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। তব ‘মুরগি’ ধরার বিষয়টি নতুন শুনছেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।