ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সুতলির গাইডচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সৈয়দপুরে সুতলির গাইডচাপায় শ্রমিক নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে পাটের তৈরি সুতলির গাইড পড়ে চাপায় রওশন আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ‘পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রি’তে এ ঘটনা ঘটে। আলীর সৈয়দপুর পৌরসভা এলাকার নিয়ামতপুর জুম্মাপাড়ার বাসিন্দা ও ওই ফ্যাক্টরির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাকে সুতলির গাইড লোডের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত একটি গাইড আলীর ওপর পড়ে। এতে গাইডচাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউকে জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।