ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অটোরিকশা ভাঙচুর করলো মাদকসেবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সিলেটে অটোরিকশা ভাঙচুর করলো মাদকসেবীরা

সিলেট: ভাড়া না দেওয়ায় সিলেটে সাতটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে মাদকসেবীরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাখেন পরিবহন শ্রমিকরা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 
 
আখালিয়া সিএনজি অটোরিকশা শ্রমিকরা জানান, স্থানীয় কালা বাবলুসহ কয়েকজন মাদকসেবী অটোরিকশা ভাড়া নিতে চেয়েছিলেন। অটোরিকশা নিয়ে মাদক সেবনে যাওয়ার কারণে তাদের ভাড়া দেওয়া হয়নি। এজন্য কয়েকজন মিলে ভাঙচুর চালিয়েছেন।  

এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধে করে রাখেন শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়।
 
আখালিয়া সিএনজি অটোরিকশা শ্রমিকদের নেতা আব্দুল হামিদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের না ধরলে ফের আন্দোলনে যাওয়া হবে।  
 
সিলেট নগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।