ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
১০ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়: গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাস প্রবাহ অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়ছে জেলার জনজীবন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকার রাস্তা ও চায়ের দোকানের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে আগুন পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া নারীরাও বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। এদিকে প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে প্রায় জনশূন্য হয়ে পড়েছে এলাকার রাস্তাগুলো।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হিমালয়ের একদম কাছেই পঞ্চগড় জেলা অবস্থিত হওয়ায় এখানে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। তবে এ মাসে আরও দু’টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।