ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু    

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একটি রিজার্ভ বাসে উঠতে গিয়ে চাকায়  পিষ্ট হয়ে আব্দুল বাছেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার তেলকুপি বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল বাছেদ তেলকুপি পূর্বপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, একটি রিজার্ভ মিনিবাস তেলকুপি বটতলা বাজার এলাকায় এলে ওই বাসটিতে উঠার চেষ্টা করেন বাছেদ। এসময় পা পিছলে পড়ে গেলে বাসের চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।