ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ইন্টারনেটের টাওয়ার ভেঙে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
সুন্দরগঞ্জে ইন্টারনেটের টাওয়ার ভেঙে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ইন্টানেট (ওয়াইফাই) সংযোগ দিতে গিয়ে টাওয়ার ভেঙে বেলাল হোসেন (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের কড়িতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  বেলার পাশের সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের নছির উদ্দিনের ছেলে।

 

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজমুল হুদা বাংলানিউজকে জানান, বেলাল এলাকায় বৈদ্যুতিক সংযোজনসহ ইন্টারনেট-ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজ করতেন।

সন্ধ্যায় স্থানীয় করিতলা বাজারে ক্যাবল ব্যবসায়ী শফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর তলায় অবস্থিত টাওয়ারে ওয়াইফাই সংযোজক দিচ্ছিলেন বেলাল। এসময় টাওয়ারের খুঁটি ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।