ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

সিলেট: সিলেট মোটরসাইকেল দুর্ঘটনায় মিহির আহমদ (২৭) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার রাঙাডহর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মিহির জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।


 
স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেলযোগে নিজবাড়ি চারখাইয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আব্দুর রব নামে এক কর্মকর্তা।
 
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে হাসপাতাল থেকে থানায় জানানো হয়নি। এরপরও ঘটনাটি খোঁজ নিয়ে জানার চেষ্টা করছেন।
 
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।