ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ফজলে হাসান আবেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ফজলে হাসান আবেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা: ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফজলে হাসান আবেদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ১৯৭২ সাল থেকে।

তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্রাক প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশসহ পৃথিবীর অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে সেবা দিয়েছে। ফজলে হাসান আবেদের অবদান এ দেশের মানুষ চিরদিন মনে রাখবে।

ড.  মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার রাত ৮টা ২৮মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় ওই স্টেডিয়ামেই ফজলে হাসান আবেদের নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে ব্র্যাকের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।